ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় স্থগিত হল নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর

সম্প্রতি করোনায় বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই টেস্টের ক্রিকেট সিরিজ স্থগিত করা হয়েছে। উভয় দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে এই সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছরের আগস্ট- সেপ্টেম্বরে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই দুটি টেস্ট বাংলাদেশের মাটিতে আয়োজন হওয়ার কথা ছিল।

এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে এই সিরিজ আয়োজনের জন্য সাবির্ক প্রস্তুতি, খেলোয়াড়দের অনুশীলনে ফেরা সবকিছুই এখন বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং বাদবাকি স্টেক হোল্ডার কারোরই স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থাকে আমরা ঝুঁকিতে ফেলতে পারি না।

 এ জন্য বিসিবি এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বরতমান পরিস্থিতি চিন্তা করে এই সিরিজ আপাত পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, আগামী জুলাই মাসে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের কথা ছিল। কিন্তু বিসিবি এখনো সেই সিরিজ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে এটা নিশ্চিত যে করোনার এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সেই সিরিজও এখন হচ্ছে না।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন