ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

না ফেরার দেশে চলে গেলেন ইতালির কিংবদন্তি ফুটবলার

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়লাভ এবং বিশ্বকাপের ফাইনাল খেলা ইতালির সাবেক ফুটবলার পিয়েরিনো প্রাতি আর নেই। গতকাল সোমবার না ফেরার দেশে চলে যান এই খেলোয়াড়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন- এফআইজিসি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

তিনি ১৯৬৮ সালে ইতালির ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দলের একজন অন্যতম সদস্য ছিলেন। ১৯৭০ সালের বিশ্বকাপে খেলেছেন জাতীয় দলের জার্সিতে। তবে আন্তর্জাতিক ফুটবলে ক্যারিয়ারটা খুব বড় নয় প্রাতির।

তিনি ১৯৬৭-৬৮ মৌসুমে মিলানকে লিগের সর্বোচ্চ ১৫টি গোল করে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া ক্লাবটির হয়ে দুটি ইতালিয়ান কাপ, দুটি ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ এবং একবার ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতেন তিনি।

প্রাতি ক্যারিয়ারে ইতি টানার পর বেশ কয়েকটি ক্লাবের হয়ে কোচিং করিয়েছেন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন