ঢাকা | বুধবার
১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিপুল পরিমাণ নকল এন-৯৫ মাস্ক-স্যানিটাইজার জব্দ

চট্টগ্রামে বিপুল পরিমাণ নিম্নমানের এন-৯৫ মাস্ক-স্যানিটাইজার জব্দ করেছে র‌্যাব-৭। নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। এ সময় প্রতারক চক্রের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত আসামি হলেন, হাটহাজারী উপজেলার নন্দিরহাটের বাসিন্দা মো. আমজাদ হোসেন (৩৪)।

রোববার (২১ জুন) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।

তিনি জানান, করোনাভাইরাস মহামারি পরিস্থিতির সুযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরের কিছু অসাধু ব্যবসায়ী নকল হ্যান্ড স্যানিটাইজার ও অনুমোদনহীন মাস্ক অধিক মূল্যে বিক্রি করে আসছিলো। গোয়েন্দা নজরদারিতে বিষয়টি সম্পর্কে জানার পর তদন্তে নকল হ্যান্ড স্যানিটাইজার ও নকল এন-৯৫ মাস্ক অধিক মূল্যে বিক্রির সত্যতা পাওয়া যায়।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় আমজাদ হোসেনের কাছ থেকে ৩৫ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার এবং বিপুল পরিমান নিম্নমানের এন-৯৫ মাস্ক জব্দ করা হয়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন