করোনায় বর্তমান পরিস্থিতিতে অবকাঠামোগত দেশের উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি বাড়াতে ২৮০ জন এমপি বরাদ্দ পাচ্ছেন ৬ হাজার ৪৭৭ কোটি টাকা। গুরুত্বপূর্ণ ‘পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ প্রকল্পের আওতায় ২৮০ জন এমপি এই বরাদ্দ পাবেন।
জানা গেছে, আজ রবিবার প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও প্রায় ৯ হাজার ৪৬০ কোটি ৯ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।
প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সাথে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০২০ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
তবে সংসদীয় আসন ৩০০টি হলেও দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় যে ২০টি সংসদীয় আসন আছে, সেই আসনগুলোকে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে।
গণভবনে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান উপস্থিত ছিলেন। এই বৈঠক শেষে সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী।
আনন্দবাজার/এইচ এস কে