ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক পাকা না করায় ভিন্ন রকমের প্রতিবাদ

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের উত্তর পাড়ার বিলপাড়ার  সড়কটি দীর্ঘদিন ধরে পাকা না করায় ক্ষুদ্ধ হয়ে রাস্তার মাঝখানে আউশ ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। ১৮ জুন সকালে এই ঘটনা ঘটে এলাকাটিতে।

স্থানীয়রা বলছেন, ভোটের আগে সব মেম্বার-চেয়ারম্যানরা প্রতিশ্রুতি দেন। অথচ ভোটের পর আর কাউকে তারা চিনতে চাযন না। দীর্ঘদিন এলাকাবাসী রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসছে। লাভ না হওয়ায় অনেক কষ্ট নিয়ে রাস্তার মধ্যে আউশ ধান রোপন করে প্রতিবাদ জানানো হয়েছে।

এই বিষয়ে চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু জানান, বিলপাড়া সড়কটি মাপ সম্পন্ন হয়ে গেছে। বরাদ্দ এলে দ্রুতই রাস্তার কাজ হবে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন