ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যেভাবে এসি চালালে কমে আসবে বিদ্যুৎ বিল!

এখন গরম অনেক বেশি। বাহিরে কিংবা ঘরে এসি ছাড়া থাকাই একেবারেই মুশকিল হয়ে পড়েছে। কিন্তু শুধু এসি ছেড়ে আরাম করলেই যে চিন্তা মুক্ত নয়। কারণ এর বাড়তি চিন্তা হিসেবে রয়েছে বিদ্যুৎ বিল। যা এসি ব্যবহারের ফলে দ্বিগুণ হয়ে যায়। তাই কিছু নিয়ম মেনে এসি ব্যবহারে কমে আসবে বিদ্যুৎ বিল।

বিশেষজ্ঞরা জানান, এসি কেনার আগে সর্তক থাকতে হবে। এসি যদি বছরে গড়ে ১০০০ ঘণ্টার কম চলে এবং বিদ্যুতের ইউনিট পিছু খরচ যদি ৫ টাকা হয় তবে ৩ স্টার স্প্লিট এসি কিনলেই চলবে। কিন্তু এসি যদি গড়ে বছরে ১০০০ ঘণ্টা থেকে ১৫০০ ঘণ্টা চলে তবে ফাইভ স্টার স্প্লিট এসি কেনাই সবচেয়ে ভালো। আসুন এবার জেনে নেয়া যাক কিভাবে এসি চালালে কমবে বিদ্যুৎ বিল-

> এসির টেম্পারেচার সবসময় ২৪ থেকে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখুন। এবং রাতে স্লিপ মোডে এসি চালান। এতে বিদ্যুৎ ের অপচয় অনেকটাই কমে আসবে।

> ভোরের দিকে এসি বন্ধ করে দেয়ার অভ্যাস গড়ে তুলুন। রাতে ৫ ঘণ্টা এসি চললে, পরবর্তী কিছু সময় এসি ছাড়াই থাকা যায়। তাই ৫ ঘণ্টা চলার পর এসি বন্ধ করে দিন।

> এসি বেশি পুরনো হয়ে গেলে তা  সাথে সাথে বদলে নিন। কারণ পুরনো এসিগুলো খুব একটা বিদ্যুৎ সাশ্রয়ী হয় না। সেই সাথে এসির ফিল্টারটি নির্দিষ্ট সময় পর পর অবশ্যই পরিষ্কার করুন।

> এসিতে টাইমার ব্যবহার করুন, যেন ঘর ঠাণ্ডা হয়ে গেলে এসি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আপনার সিলিং ফ্যানটিকেও ব্যবহার করুন এসির সাথে পাল্লা দিয়ে। এতে এসির উপর যেমন চাপও কমবে সেই সাথে বিদ্যুৎ বিলও সাশ্রয়ী হবে।

> দিনের বেলা রুমে তাপ ঢোকার উৎসগুলো বন্ধ রেখে দিন। এতে রুমও ঠাণ্ডা থাকবে এবং এসির ব্যবহারও কমবে।

 

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন