শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সূচক পতনে লেনদেন শুরু

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ১৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। আজ লেনদেনের প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পর্য়ন্ত ডিএসইতে ১৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান অথবা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৩ হাজার ৯৫৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ১৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১০টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত আছে ১১৮টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৫৬ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  তিস্তা চুক্তি আটকে থাকা লজ্জাজনক: মোমেন

সংবাদটি শেয়ার করুন