করোনায় যাত্রী সংকটের কারণে ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এবং ঢাকা- নোয়াখালী রুটের ট্রেন উপকূল এক্সপ্রেস বন্ধ হচ্ছে। তবে করোনা এই পরিস্থিতির উন্নতি হলে আবার চালুর সিদ্ধান্ত নেবে রেলওয়ে।
আগামী ২০শে জুন ঢাকা থেকে ছেড়ে গিয়ে সোনারবাংলা ২১শে জুন উপকূল লাকসাম থেকে ঢাকায় এসে আর নোয়াখালি যাবে না। কিন্তু এ দুটি ট্রেন বন্ধ হলেও কমলাপুর থেকে চালু থাকবে অন্য ১২ টি ট্রেন।
জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে গণপরিবহন বন্ধ করে দেয় সরকার। কিন্তু তার দু’দিন আগেই গত ২৪শে মার্চ ট্রেন চলাচল স্থগিত করা হয়েছিল।
তবে গত ৩০শে মে থেকে সীমিত আকারে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরণের গণপরিবহন চলাচলের অনুমতি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
আনন্দবাজার/এইচ এস কে