ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সোলার হোম সিস্টেমে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়

বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারে (সোলার হোম সিস্টেম) বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০২০ সালের বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে। দেশের মোট জনসংখ্যার ৮ শতাংশ মানুষ বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহার করে।

মঙ্গলবার (১৬ জুন) গ্লোবাল স্ট্যাটাস প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বাংলাদেশের সাথে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে মঙ্গোলিয়া। মোট জনংসখ্যার ১১ শতাংশ মানুষ বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহার করায় নেপাল রয়েছে তালিকার প্রথম স্থানে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সেচের কাজেও সৌরবিদ্যুৎ ব্যবহার হচ্ছে। দেশে সৌরবিদ্যুতের মাধ্যমে চালু রয়েছে ১ হাজার ৫০০টি সেচ পাম্প। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতিবছর পৃথিবীতে বিদ্যুৎ ব্যবহারকারী গড়ে বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। আর বাংলাদেশ এ হার বৃদ্ধিতে পৃথিবীতে অন্যতম।

২০১০ সালে বাংলাদেশে ৪৭ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় ছিল, যা ২০১৯ সালে এসে দাঁড়িয়েছে ৯৫ শতাংশে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন