ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেসরকারি ব্যাংকে বেতন কমছে!

যেসব কর্মীরা ৪০ হাজার টাকার বেশি বেতন-ভাতা পান তাদের বেতন-ভাতা ১৫ শতাংশ কমানোর সুপারিশ করেছে বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। সেই সাথে কর্মীদের পদোন্নতি, ইনক্রিমেন্ট, ইনসেনটিভ বোনাস বন্ধ করাসহ ব্যাংক বাঁচাতে ১৩ দফা সুপারিশ করা হয়েছে। গতকাল রোববার দেশের সকল বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের কাছে এসব সুপারিশ সংযুক্ত চিঠি পাঠানো হয়েছে।

সংগঠনের সেক্রেটারি জেনারেল স্বাক্ষরিত ওই চিঠিতে ব্যাংকগুলোয় চলমান নিয়োগসহ সব নিয়োগ বন্ধ রাখাসহ নতুন শাখা, এজেন্ট ব্যাংকিং ও উপশাখা বন্ধ রাখার সুপারিশ করেছে বিএবি।

চিঠিতে বিএবি বলেছে, করোনাভাইরাস সৃষ্ট অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে কর্মী ছাঁটাই না করে ব্যাংককে সচল রাখার জন্য নির্দেশনাগুলো দেয়া হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুপারিশ বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়েছে।

বিএবি আরও বলেছে, কর্মকর্তাদের গেট টুগেদার ও ব্যবস্থাপক সম্মেলন বন্ধ থাকবে। প্রয়োজনে এসব সম্মেলন ভার্চুয়াল পদ্ধতিতে নিজস্ব পরিমণ্ডলে করতে হবে। এছাড়া বড় ধরনের ব্যয় (আইটি সম্পর্কিত, সফটওয়্যার, হার্ডওয়্যার ক্রয়) আপাতত সীমিত রাখা এবং অন্যান্য সব ব্যয় কমিয়ে আনা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন