শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে বিমানের বিশেষ ফ্লাইটে অতিরিক্ত মূল্য, প্রবাসীদের প্রতিবাদ

সৌদিতে বিশেষ ফ্লাইটের মূল্য অতিরিক্ত বেশি নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ। স্বাভাবিকের তুলনায় ভাড়া অতিরিক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রবাসিদের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ রিয়াদ-ঢাকা একমুখী যাত্রার বিশেষ ফ্লাইটে টিকেটের মূল্য ইকোনমি ক্লাসে দুই হাজার ৮০০ সৌদি রিয়াল (৬৩ হাজার ৩ তিনশত ৬৪ টাকা) ও বিজনেস ক্লাসে তিন হাজার ৮০০ সৌদি রিয়াল ( ৮৫ হাজার ৯ শত ৯৪ টাকা) নির্ধারণ করেছে।

এছাড়া জেদ্দা-ঢাকা বিমানের একমুখী যাত্রার টিকেটের মূল্য ইকোনমি ক্লাসের জন্য ৩ হাজার ৩০ সৌদি রিয়াল ( ৬৮ হাজার ৫ শত ৬৮ টাকা) ও বিজনেস ক্লাসে ৪ হাজার ৩০ সৌদি রিয়াল (৯১ হাজার ১৯৮ টাকা) নির্ধারণ করেছে।

প্রবাসীরা জানান, কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করা প্রবাসীদের দেশে পাঠাতে সাহায্যের নামে সম্পূর্ণ অযৌক্তিকভাবে গলাকাটা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সাধারণ প্রবাসীদের পক্ষে এই বাড়তি ভাড়া দিয়ে দেশে ফেরা সম্ভব নয়।

বিশেষ ফ্লাইটের বিষয়ে দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, বাংলাদেশি পাসপোর্টধারীরা, যারা দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন শুধু তারাই বিমানের ওই বিশেষ ফ্লাইটে যেতে পারবেন। যাত্রীরা সৌদি আরবে বাংলাদেশ বিমানের নির্দিষ্ট অফিস থেকে টিকিট ক্রয় করবেন।

তিনি আরও জানান, অগ্রাধিকারভিত্তিতে এই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। রেজিস্ট্রশনকারীদের দূতাবাসের পক্ষ থেকে ফোন করে রিয়াদের জন্য ৪০০ জন ও জেদ্দার জন্য ৪০০ জন প্রবাসীকে টিকিট ক্রয়ের জন্য নির্দিষ্ট সময় জানিয়ে দেয়া হবে। পরবর্তীতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্যদের ক্রমানুসারে ফোন করা হবে।

আরও পড়ুনঃ  সৌদিতে লকডাউন শিথিল, মসজিদে নামাজের অনুমোদন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাজী মাসুদ নামের একজন লিখেছেন, সৌদি আরব থেকে প্রবাসীদের উদ্ধারের নামে বিমানের অতিরিক্ত ভাড়া নির্ধারণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রবাসী নাজিম উদ্দীন বলেন, প্রতিদিন গড়ে দুটি ভারতীয় ফ্লাইট চলাচল করলেও তাদের ভাড়া স্বাভাবিক।

জায়েদ মুমিন নামে একজন লিখেছেন, বিমানের গলাকাটা দামের টিকিটের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী, বিমানমন্ত্রী ও সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করছি।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন