দেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তীব্র তাপদাহে আর প্রচন্ড ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন।
বৃহস্পতিবার (১১ মে) সকাল থেকেই প্রচণ্ড রোদ্রের উত্তাপে শহর এবং গ্রামের খেটে খাওয়া মানুষদের সহ্য করতে হচ্ছে চরম ভোগান্তি। রিকশাচালক, ভ্যানচালক থেকে শুরু করে দিন মজুরেরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
খোলা আকাশের নিচে অসহ্য রোদের তাপে তারা ঠিক মতো কাজ করতে পারছেন না। গরমে অতিষ্ঠ হয়ে ফুটপাথ থেকে আখের রস, তরমুজ, লেবুর শরবত ইত্যাদি খেয়ে তৃষ্ণা মিটাতে দেখা যায় অনেককে।
দেশে বর্তমান করোনাভাইরাস মহামারিরতে প্রতিকূল আবহাওয়ায় সতর্কতার সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে ও নিয়ম মেনে খাওয়া দাওয়া করতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গরমে রোগ বালাই থেকে বাঁচতে রাস্তার পাশে খোলা খাবার এবং অতিরিক্ত ঠাণ্ডা পানি খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, দেশের উত্তরাঞ্চল দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে তাপমাত্রা সর্বোচ্চ ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।
আনন্দবাজার/শাহী