নতুন বাজেটে চার্টার্ড ফ্লাইট ও হেলিকপ্টার ভাড়া করার ক্ষেত্রে খরচ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সোয়া ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।
সম্প্রতি দেশের কয়েকজন চার্টার্ড ফ্লাইট ভাড়া করে বিদেশে যাওয়ার মধ্য দিয়ে প্লেন ভাড়ার বিষয়টি আলোচনায় এসেছে। এছাড়া আগে থেকেই সামর্থ্যবানেরা হেলিকপ্টার ভাড়া করে বিভিন্ন স্থানে যাচ্ছেন।
বাজেট অর্থমন্ত্রী তার বক্তব্যে জানান, চাটার্ড ফ্লাইট ও হেলিকপ্টার ভাড়ার উপর বিদ্যমান সম্পূরক শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব করছি।
এছাড়াও, প্রাইভেটকার ও জিপের রেজিস্ট্রেশনসহ এ দুই বাহনের ক্ষেত্রে বিআরটিএ প্রদত্ত অন্যান্য সার্ভিস ফি’র উপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাবও করা হয়েছে।
আনন্দবাজার/শাহী