ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে রেডজোন ঘোষিত ৩ এলাকার লকডাউন প্রত্যাহার

মাত্র ৩ দিনের মাথায় তুলে নেয়া হয়েছে রেডজোন ঘোষিত নারায়নগঞ্জের আমলাপাড়া, জামতলা ও ফতুল্লার রূপায়ন টাউন এলাকার লকডাউন।

মঙ্গলবার (৯ জুন) রাতেই এ লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়।

বুধবার (১০ জুন) দুপুরে লকডাউন প্রত্যাহারের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করে জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, এই লকডাউনটি ছিলো ৩দিনের পরীক্ষামূলক লকডাউন। আমরা এই তিন দিনে দেখেছি। লকডাউন দিলে কোন কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর আমাদের এই পরীক্ষার ফলাফল কর্মকর্তাদের জানিয়েছি।

তিনি আরো জানান, এখন বিভিন্ন এলাকায় রেড জোন, ইয়োলো জোন ও গ্রিন জোন করা হবে। সেখানে আমাদের লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হবে। যে তিনটি এলাকা লকডাউন ছিলো বা বিশেষ কারণ ছাড়া প্রবেশ করতে বাঁধা দেয়া হচ্ছিল। সেগুলো এখন আর থাকবে না। তবে মাস্ক পরাটা বাঞ্চনীয়।

এদিকে, রবিবার (৭ জুন) শহরের আমলাপাড়া, জামতলা ও ফতুল্লার রূপায়ন টাউনকে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে রেড জোন ও লকডাউন ঘোষণা করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শক্রমে জেলা প্রশাসক এ লকডাউন ঘোষণা করেছিল।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন