শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিইউ বেডের সংখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট

করোনা উপসর্গের রোগীরা হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরেও চিকিংসা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্টের একটি ভার্চুয়াল বেঞ্চ। এক রিটের শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এ উস্মা প্রকাশ করেন।

একই সঙ্গে সারা দেশে আইসিইউ বেডের সংখ্যা এবং সেগুলো বণ্টন প্রক্রিয়া সম্বন্ধে বুধবারের মধ্যে জানাতে বলেছে হাইকোর্ট।

এছাড়া করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে আইসিইউ বেড মনিটরিংয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে, তাও রাষ্ট্রপক্ষকে জানানোর কথা হয়েছে। আগামী বুধবার (১০ জুন) এ বিষয়ে আদেশ দেবে হাইকোর্ট বেঞ্চ। রবিবার একজন চিকিৎসকের পক্ষ হয়ে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী ইয়াদিয়া জামান।

আনন্দবাজার/তা.তা

আরও পড়ুনঃ  এনেসথেসিয়া সংকটে বন্ধ সিজারিয়ান অপারেশন

সংবাদটি শেয়ার করুন