রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মারা গেলেন শরীয়তপুরের মুক্তিযোদ্ধা আনোয়ার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুর সাড়ে ১২ দিকে ৭০ বছর বয়সী মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন জমাদ্দার ঢাকা মুগদা হাসপাতালে মারা গেছেন।

আনোয়ার হোসেন এর বাড়ি ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ বেশ কিছু রোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে।

তার শারীরিক অবস্থা আগে থেকেই বেশ খারাপ থাকায় করোনায় আক্রান্ত হওয়ার পর বেশ দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে। অসুস্থতা বেড়ে শনিবার দুপুরে তিনি মারা যান।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাফীস বলেন, মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এশার নামাজের পর তার বাড়ির পাশে একটি বাগানে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হয়।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় শরীয়তপুর জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ জন।

আনন্দবাজার/ডব্লিউ এস/ও এফ

আরও পড়ুনঃ  ভালুকায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার

সংবাদটি শেয়ার করুন