শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জ্ঞান ফেরেনি নাসিমের, আছেন ভেন্টলেশ সাপোর্টে

ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ হাসপাতালে চিকিৎসা চলাকালে গত ৫ জুন (শুক্রবার) ভোরে তার ব্রেন স্ট্রোক হয় ফলে মস্তিষ্কে বড় ধরনের রক্তক্ষরণ হয়। পরে অস্ত্রোপচার করে জরুরি ভিত্তিতে হাসপাতালের নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের তত্ত্বাবধানে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মস্তিষ্কে বড় ধরনের রক্তক্ষরণের কারণে গতকাল মাথায় অস্ত্রোপচারের পরপরই তাকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। এখন তাকে উচ্চমাত্রার ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বর্তমানে তিনি গভীর ঘুমে অচেতন অবস্থায় আছেন। আগামীকাল তার ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

আনন্দবাজার/তা.তা

আরও পড়ুনঃ  আনসার সদস্যরা পেলো পোকায় ধরা আতপ চাল

সংবাদটি শেয়ার করুন