ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরোয়া উপকরণে রঙ করুন চুলে

ব্যস্ত জীবনযাত্রা, খাবার ও শরীরের প্রতি সঠিক যত্ন না নেওয়ার কারণে অল্প বয়সেই চুল সাদা হয়ে যাওয়া আজকাল একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাদা চুল ঢাকতে হেয়ার কালার ব্যবহার করেন অনেকেই। তবে এই হেয়ার কালারে থাকা রাসায়নিক পদার্থ চুলের জন্য ক্ষতিকর। তাই বাসায় বসে প্রাকৃতিক উপায়েই আপনার চুল কালার করতে পারেন।

তো চলুন জেনে নেই ঘরোয়া উপায়ে চুল কালার করার উপায় :

বীটের রস

চুলে লাল রঙ করতে ব্যবহার করুন বীট। বীটের রসে নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি আপনার চুলে ভালোভাবে লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। পরে চুল ধুয়ে নিন।

কফি

সাদা চুল আড়াল করতে কফি ব্যবহার করতে পারেন। সর্বপ্রথমে কফিতে এক কাপ লিভ-ইন কন্ডিশনার মিশ্রিত করুন। এরপরে এই মিশ্রণটি চুলে ভালো করে লাগান। মিশ্রণটি চুলে ১-২ ঘণ্টা রেখে দিন। তারপর চুল ধুয়ে ফেলুন।

মেহেদী

চুল রঙ করার জন্য মেহেদী সবচেয়ে কার্যকর। মেহেদীতে দই বা চা পাতার জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তারপরে এটি আপনার চুলে ভালোভাবে লাগান। কিছুক্ষণ রেখে চুল ধুয়ে ফেলুন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন