যুক্তরাজ্য সরকার গণপরিবহনের চালক ও যাত্রীদের মাস্ক পড়া বাধ্যতামূলক ঘোষণা করেছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতেই এই উদ্যোগ। ব্রিটেন সরকার জানানয়, মাস্ক না পড়লে সেই অপরাধে জরিমানাও করা হবে।
আল জাজিরার খবরে জানানো হয়, ইংল্যান্ডে বাস, সাবওয়েস এবং ট্রেনের যাত্রীদের জন্য মাস্ক পড়া বাধ্যতামূল করা হয়েছে। গণপরিবহনে চলাচলকারী যাত্রীদের মধ্যে করোনা ভাইরাসের বিস্তার রোধে আগামী ১৫ জুন থেকে নতুন এই নিয়মটি চালু করা হবে।
ব্রিটেনের ট্রান্সপোর্ট সচিব গ্রান্ড শ্যাপস বলেছেন, ভ্রমনের ক্ষেত্রে প্রধান শর্ত হচ্ছে মুখ ঢেকে রাখা। কেউ এই আইন অমান্য করলে তাকে জরিমানা গুনতে হবে।
আনন্দবাজার/এস.কে