করোনাভাইরাসের কারণে দীর্ঘ ২ মাসের বেশি বন্ধ ছিল গণপরিবহন। এই দীর্ঘ বন্ধ থাকার পর সরকারের নির্দেশে চলাচল শুরু হয়েছে ২ দিন। এর ভিতরে যে নিয়ম মেনে চলাচল করার কথা ছিল তা কিছু পরিবহন মানলেও বেশিরভাগই মানছে না। নিয়ম না মানার কারণে যশোরে ৫টি বাসের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের ট্রাফিক বিভাগ।
সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব না মেনে অতিরিক্ত যাত্রী উঠানোয় পরিবহনগুলোর বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোরে ২১ রুটে সোমবার থেকে বাস চলাচল শুরু হয়েছে। সরকারের দেয়া স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে যাত্রী নেয়ার নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠে রয়েছে যশোর পুলিশের ট্রাফিক বিভাগ। তারই অংশ হিসেবে আজ মঙ্গলবার অতিরিক্ত যাত্রী নেয়ায় ৫টি বাসের বিরুদ্ধে মামলা করা হয়।
যশোরের ট্রাফিক পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) শুভেন্দুকুমার মুনশী জানান, ট্রাফিক ইনসপেক্টর শাখাওয়াত হোসেনের তত্ত্বাবধানে আজ মঙ্গলবার সকালে শহরের চাঁচড়া মোড়, নিউ মার্কেট, মণিহার, মুড়লি মোড় ও পালবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে বাসে অতিরিক্ত যাত্রী তুলতে দেখা যায়। এই অভিযোগে ৫টি বাসের বিরুদ্ধে মামলা করেন সার্জেন্ট খায়রুল ইসলাম।
আনন্দবাজার/ডব্লিউ এস/এইচ ইউ