শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যোগাযোগ বন্ধ, ধসে পড়েছে মুন্সীগঞ্জে বেইলী ব্রিজ

ট্রাকসহ ধসে পড়েছে ঢাকা-দিঘিরপাড় সড়কের পুরু বাজার বেইলী ব্রিজ। ট্রাকটি কাঠের গুড়ি দিয়ে ভরা ছিল। সোমবার সকাল আটটার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজারে ব্রিজটি ধসে পড়ে। যার ফলে দিঘিারপার ও আশপাশের এলাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী কবির হালদার বলেন, ট্রাকের গুড়ি ভর্তি একটা ট্রাক ব্রিজ অতিক্রম করার সময় বিকট শব্দে ব্রিজটি ধসে পড়ে। কিন্তু ড্রাইভার ও হেলপার এর কিছু হয়নি। অক্ষতবস্থায় রয়েছেন তারা। এখন ট্রাকসহ ব্রিজটি খাদে পড়ে আছে। এখন ট্রলার দিয়ে পার হচ্ছেন লোকজন। তবে গুরুত্বপূর্ণ এ সড়কটিকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দিঘিরপাড় ও এর আশপাশ ছাড়াও শরিয়তপুর জেলার বেশ কিছু এলাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থালে যান। ট্রাকটি দ্রুত উদ্ধার এবং সড়কটি সচল করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটি সড়ক ও জনপথের সেতু। কিন্তু এটি চালু করা সময় সাপেক্ষ ব্যাপার।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩১২ জন মৃত ৭ 

সংবাদটি শেয়ার করুন