নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নিজগ্রাম কুতুবপুরে নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।
শিক্ষা প্রতিষ্ঠানটি এ বছর কেন্দুয়া উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক জিপিএসহ শতভাগ সফলতা অর্জন করেছে।
রোববার (৩১ মে) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এবারো শীর্ষ স্থান ধরে রেখেছে।
এ বছর প্রতিষ্ঠানটির ৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৯ জন। জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ১৮ জন ছেলে ও ১১ জন মেয়ে রয়েছে।
এ বিষয়ে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে সোমবার( ১জুন) কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ বছর এসএসসি পরীক্ষায় মোট ৭৫ জন ছাত্রছাত্রী অংশ নেয়। তাদের মধ্যে ছেলে ৪৬ জন ও মেয়ে ২৯ জন। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শাখার ৩৭ জন, মানবিক শাখার ১২ জন ও বাণিজ্য শাখার ২৬ জন।
এদিকে পরীক্ষার্থীরা সবাই উত্তীর্ণ হওয়াসহ ২৯ পরীক্ষার্থী জিপিএ ৫ অর্জন করায় প্রধান শিক্ষক আসাদুজ্জাসান শিক্ষার্থী অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলের সার্বিক প্রচেষ্টার ফলে আমরা এবারো শতভাগ সফলতা ধরে রাখতে পেরেছি।
আনন্দবাজার/শাহী