শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার থেকে চলবে আরো ২২টি ট্রেন

দ্বিতীয় দিনের মতো আজ (১জুন) ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রতি দুই আসনের বিপরীতে একজন যাত্রী। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সীমিত পরিসরে চলছে ট্রেন। আপাতত সারাদেশে ৮ জোড়া ট্রেন চলছে। আগামী বুধবার থেকে যোগ হবে আরো ১১ জোড়া ট্রেন।

করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি নিশ্চিত করা হচ্ছে সামাজিক দূরত্ব। স্টেশনে প্রবেশের ক্ষেত্রেও রাখা হয়েছে বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা। ভিড় এড়াতে সব টিকেটই বিক্রি হচ্ছে অনলাইনে। তবে এ নিয়ে রয়েছে অভিযোগও।

করোনা সংক্রমণ রোধে সাধারণ ছুটি ঘোষণার পর গত ২৫শে মার্চ থেকে টানা বন্ধ ছিল যাত্রীবাহী ট্রেন চলাচল।

আনন্দবাজার/তা.তা

আরও পড়ুনঃ  আগামী ১২ জুলাই থেকে শিক্ষা কার্যক্রম চালু হবে হাফিজিয়া মাদরাসায়

সংবাদটি শেয়ার করুন