বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৭ মিনিটেই শেষ বনলতার সব টিকিট

প্রায় দুই মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে গেল বনলতা এক্সপ্রেস। নির্ধারিত সময়ে আজ রোববার ভোর ৬টায় ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেনটি ছেড়ে যায়। তবে ট্রেন ছাড়ার ঘোষণার মাত্র ৭ মিনিটের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের বরাদ্দ সব টিকিট বিক্রি হয়ে যায়।

ট্রেনের যাত্রীরা জানান, পূর্বের ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘদিন পরে কর্মস্থল ঢাকা যেতে পারছেন। তারা সরকারি উদ্যোগকে স্বাগত জানান।

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহা: ওবাইদুল্লাহ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সব টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। নিরাপদ দূরুত্ব বজায় রাখতে এক সিট পর পর টিকিট বিক্রি করা হয়। ট্রেন ছাড়ার ঘোষণার মাত্র ৭ মিনিটের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের বরাদ্দ সব টিকিট বিক্রি হয়ে যায়।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  মেজর সিনহা হত্যা মামলার রায় ৩১ জানুয়ারি

সংবাদটি শেয়ার করুন