শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সীমিত পরিসরে বাস চালাতে নারাজ পরিবহন কর্তৃপক্ষ

কম সংখ্যক যাত্রী নিয়ে সীমিত পরিসরে বাস চালাতে নারাজ বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো। বিআরটিএ’র সঙ্গে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তারা। করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস পর আগামী ৩১মে থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে গণপরিবহন।

শেষ মুহূর্তে গাড়ি ধোয়া মোছা ও মেরামতের কাজ চলছে৷ তবে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুসারে কিভাবে চলবে গণপরিবহন, পরিবহন শ্রমিকদের নেই সে বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা। মালিক ও শ্রমিক সংগঠনগুলো জানিয়েছে, সীমিত পরিসর আর পুরোপুরি স্বাস্থ্যবিধি মানা কোনোভাবেই সম্ভব নয়।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী জানান, গাড়ি চলবে সীমিত পরিসরে। যদি ২০ বা ৩০ পার্সেন্ট গাড়ি চলে, তবে ৭০ শতাংশ শ্রমিকদের কি হবে? এত গাড়ির মধ্যে কোনটা চলবে, কোনটা চলবে না এই নিয়ে তো মারামারি লাগবে।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত জানান, স্বাস্থ্যবিধি মেনে কতটুকু সম্ভব এটা নিয়ে আমার শঙ্কা আছে। সীমিত আকারে কি বোঝাতে চাচ্ছে, তা মিটিংয়ে বসলে বোঝা যাবে।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  বদলে যাচ্ছে সেবার মান

সংবাদটি শেয়ার করুন