শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশসহ ১১ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো জাপান

করোনাভাইরাস এর সংক্রমণ ঠেকাতে ১১টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়েছে জাপান। এই ১১ টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। সোমবার (২৫ মে) জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানোর এ ঘোষণা দেন।

শিনজো আবে বলেন, বুধবার থেকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানোর আদেশ কার্যকর হবে। বাংলাদেশ ছাড়াও ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য দেশগুলো হলো ভারত, আফগানিস্তান, আর্জেন্টিনা, ঘানা, গায়ানা, কিরগিস্তান, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, এল সালভেদর।

গত সপ্তাহে এই ১১টি দেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছিল জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। করোনাভাইরাসের প্রকোপের কারণে এ পর্যন্ত ১১১টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  করোনা আক্রান্ত ৭০ ভাগ চীনা সুস্থ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সংবাদটি শেয়ার করুন