সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওতায় ঘূর্ণিঝড় ‘আম্পান’ এর পরবর্তী পুনর্বাসন তৎপরতা শুরু করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের উদ্যোগে অসহায় গরিব এবং খেটে খাওয়া মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণের পূর্বে তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই তথ্য জানিয়েছেন ।
এই ব্যাপারে ওবায়দুল কাদের জানান, বর্তমানে দুটি পরিস্থিতি আমরা এক সাথে মোকাবিলা করছি, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসা এবংঅপরটি হচ্ছে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা এবং পূনর্বাসন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আদেশে ঘূর্ণিঝড়ের পরবর্তি পূনর্বাসন কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে।
বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশ প্রশাসন ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার কাজসহ পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন এলাকায় উদ্ধার, পূনর্বাসন এবং চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে ও বেড়িবাধ মেরামত কাজ করছে। সেই সাথে পুলিশ এবং সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন এ কাজে এগিয়ে এসেছে।
বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে তিনি সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের ঈদের আগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আবারও অনুরোধ জানান।
আনন্দবাজার/এইচ এস কে