শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আসন্ন ঈদের আগে রেমিট্যান্সে বইছে পালের হাওয়া

সম্প্রতি করোনাভাইরাসের এমন পরিস্থিতিতেও রেমিট্যান্সের পালে হাওয়া লেগেছে। আসন্ন ঈদ সামনে রেখে নিজের পরিবারের জন্য দেশে অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি বছরের মে মাসের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১০৯ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৩০০ কোটি টাকা।

যদিও গেল এপ্রিলের পুরো মাসে ১০৮ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। গত বুধবার (২০ মে)এসব তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আস্তে আস্তে এখন বিশ্ব পরিস্থিতি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। অনেক দেশও স্বাভাবিক হচ্ছে, এমনকি ব্যবসা-বাণিজ্যও স্বাভাবিক হচ্ছে। এবং তাই আসন্ন ঈদের আগে আবারও রেমিট্যান্স পাঠানো শুরু করেছেন প্রবাসীরা।

তবে রেমিট্যান্সে সরকার ঘোষিত ২ শতাংশ প্রণোদনা প্রবাসীরা সহজে যেন পান, সেজন্য বেশ কিছু শর্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতদিন দেড় লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সে কোনও প্রকারের কাগজপত্র লাগতো না। কিন্তু এখন এর আওতা বাড়ানো হয়েছে। এক লাখ তাকার পরিবর্তে এখন পাঁচ লাখ পর্যন্ত কোন কাগজপত্র ছাড়াই অর্থ প্রদান করা হবে।

আনন্দবাজার/এইচ এস কে

 

আরও পড়ুনঃ  রাজশাহীতে এক বছরে করদাতা বেড়েছে ৮৬ হাজার ৪৬১ জন

সংবাদটি শেয়ার করুন