ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রামবাসী ঝড়ে দুর্বল শতাধিক শামুকখোল পাখি জবাই করে খেল!

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাজিতপুর গ্রামের বটতলা বাজারে রয়েছে তিনটি শিমুল গাছ। শতাধিক শামুকখোল পাখি গাছ তিনটিতে বাসা বেঁধেছিল। বুধবার রাতে সুপার সাইক্লোন আম্পান যখন তাণ্ডব চালাচ্ছিল তখন পাখিগুলো নিরাপদ আশ্রয়ের খোঁজে গাছ থেকে নেমে এসেছিল। ঝড়ে দুর্বল হয়ে পড়া শামুকখোল পাখিগুলো ডানা মেলে ওড়ার শক্তি হারিয়ে ফেলেছিল। গ্রামবাসীরা পাখিগুলো খাবার দিয়ে সুস্থ না করে, পাখি গুলো নিজেরাই খেয়ে ফেলেছেন।

নাটোরজুড়ে সমালোচনার ঝড় বইছে গ্রামবাসীর এমন নিষ্ঠুর আচরণের কারণে। এছাড়া মাসখানেক আগে নতুন ধান বাঁচাতে উপজেলার রাজাপুরে শতাধিক বুলবুলি পাখিকে ভাতের সাথে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছিল।

২১ মে সকালে বাজিতপুর গ্রামের অধিবাসীরা পাখিগুলো ধরে যে যার মতো বাড়ি নিয়ে যান। পরে জবাই করে পাখিগুলোকে রান্না করে খেয়ে ফেলেন।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন