করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি নিয়ে চলছে প্রতিযোগিতা। কে কার আগে তৈরি করতে পারে এই ভ্যাকসিন। সম্প্রতি খুব দ্রুত ভ্যাকসিন তৈরির ব্যাপারে মোটেও আশাবাদী নন বলে জানিয়েছেন উইলিয়াম হাসেল্টাইন নামে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ বিজ্ঞানী।
সেই সাথে টিকা দেওয়ার ভিত্তিতে করোনার সংক্রমণ প্রতিরোধের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না বলেও মনে করেন তিনি।
শীর্ষ এ বিজ্ঞানী জানিয়েছেন, চলমান অবস্থায় করোনা মোকাবিলায় সবচেয়ে গ্রহণযোগ্য পদক্ষেপ হতে পারে আক্রান্তদের সতর্কতার সাথে শনাক্ত করা এবং সেই স্থান বিচ্ছিন্ন করা।
ঠিক কত দিনের মধ্যে করোনার সফল টিকা পাওয়া যেতে পারে– এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আমি এর ওপর মোটেও নির্ভশীল নই। করোনাভাইরাসের টিকা আবিষ্কারের ক্ষেত্রে নাকের মিউকাস মেমব্রেনের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থতা এসেছে। নাক দিয়েই ভাইরাসটি শরীরে প্রবেশ করে।
তিনি আরও জানান, পশুর উপর করোনা টিকার পরীক্ষায় ফুসফুসের মতো অঙ্গে ভাইরাসের সংক্রমনের উপস্থিতি কমানো গেছে কিন্তু সংক্রমণ থেকে গেছে। কার্যকর ওষুধ কিংবা টিকা ছাড়াই সংক্রমনে আক্রান্তদের শনাক্ত এবং আক্রান্তদের বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। মানুষকে মাস্ক পরা, হাত ধোয়া, পরিচ্ছন্নতা এবং দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
আনন্দবাজার/এইচ এস কে