বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আম্পানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মারা গেছে ১৮ জন

সুপার সাইক্লোন আম্পানের আঘাতে বাড়তে শুরু করেছে মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত আম্পানে দেশে মোট ৮ জন মৃত্যু বরণ করেছে। এছাড়া পশ্চিমবঙ্গে ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিভিন্ন এলাকার সংবাদদাতা সূত্রে জানা গেছে, পটুয়াখালীতে দুইজন, ভোলায় দুইজন, লক্ষ্মীপুরে একজন, পিরোজপুরে একজন, সন্দীপে একজন এবং সাতক্ষীরায় একজন মারা গেছেন।

ভোলার চরফ্যাশনের কচ্ছপিয়া গ্রামে সিদ্দিক ফকির (৭০) নামের একজন গাছের নিচে চাপা পড়েন, হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট থেকে ট্রলারে করে ভোলার ইলিশা ঘাটে আসার পথে মেঘনায় ট্রলার উল্টে নিহত হন মোহাম্মদ রাফিকুল ইসলাম (৩৫) নামের একজন। সন্দ্বীপে জোয়ারের পানিতে ডুবে মো. সালাউদ্দিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঝড়-বৃষ্টির মধ্যে দেয়াল চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় গাছের ডাল পড়ে করিমন (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মানুষকে সতর্ক করতে গিয়ে পটুয়াখালির কলাপাড়ায় প্রাণ হারিয়েছেন সিপিপির টিম লিডার মোঃ শাহ আলম (৬০)।

এদিকে আম্পানের আঘাতে ভারতের পশ্চিমবঙ্গে অন্তত ১০ থেকে ১২ জন মারা গেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত ৯টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় সয়াবিন তেল জব্দ

সংবাদটি শেয়ার করুন