শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আম্পান: ২৪ লাখ মানুষ সরিয়ে নেয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে

সুপার সাইক্লোন আম্পানের কারণে উপকূলের ১৯ জেলার প্রায় ২৪ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে। ইতোমধ্যে ভোলার সাত উপজেলার ২১টি ঝুঁকিপূর্ণ দ্বীপ এবং চর এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে প্রায় আড়াই লাখ মানুষকে। সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে গড়ে ২০০ জন করে মানুষকে রাখা হয়েছে।

অপরদিকে সাতক্ষীরায় প্রায় আড়াই লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে। খুলনায় ৫০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। খুলনা অঞ্চলে নৌবাহিনীর ২৫টি জাহাজ প্রস্তুত রয়েছে। মোংলা সমুদ্রবন্দর এলাকায় আশ্রয়কেন্দ্রে গেছেন প্রায় ১৫ হাজার মানুষ।

চট্টগ্রামে সরিয়ে নেয়া হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ মানুষকে।  সেই সাথে ঝালকাঠিতে সরিয়ে আনা হয়েছে প্রায় দেড় লাখ মানুষকে। এবং বরিশালে প্রায় দেড় লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন।

আনন্দবাজার/এইচ এস কে

আরও পড়ুনঃ  সুখী দেশের তালিকায় ১৮ ধাপ এগিয়ে বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন