আজ পবিত্র রমজানের ২৭তম রাত। মূলত লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো তারিখ নেই। কিন্তু ২১ রোজা থেকে নিয়ে ২৯ রোজা পর্যন্ত বেজোড় যে কোন রাতই শবে কদর হতে পারে। আজকের এই কদরের রাতে সবার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়।
রাসুলুল্লাহ (সা.) নিজে ‘লাইলাতুল কদর’ নেক লাভ করার জন্য রোজার শেষ দশরাত জেগে থেকে ইবাদত করে কাটিয়েছেন ও উম্মতদেরকেও সারা রাত জেগে ইবাদত-বন্দেগী করার আদেশ দিয়েছেন।
রাসুল (সা.) বলেন, শবে কদরকে নির্দিষ্ট না করার কারণ হচ্ছে যাতে বান্দা একটি রাত জাগরণ এবং কিয়াম করেই যেন ইবাদত করা বন্ধ না করে দেয়। এবং সেই রাতের ফজিলতের ওপর নির্ভর করে অন্য রাতের ইবাদত ত্যাগ করে না বসে।
এ রাতের মূল আমল হল নিজের গুনাহসমূহ আল্লাহ’র কাছে ক্ষমা চেয়ে মাফ করিয়ে নেয়া। লাইলাতুল কদরের ফজিলত অপরিসীম। তাই সারা রাত জেগে থেকে সঠিকভাবে ইবাদত-বন্দেগীতে মনোযোগ দেওয়া কর্তব্য।
বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদ, সালাতুস তাসবিহ, উমরী কাজা নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা, জিকির-আজকার, তাসবিহ-তাহলিল, তওবা-ইসতেগফার, দুয়া-দুরূদসহ ইত্যাদি নফল আমলের প্রতি মনযোগী হওয়া একান্ত জরুরি।
আনন্দবাজার/এইচ এস কে