ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সতর্ক করতে গিয়ে প্রাণ হারালেন উদ্ধারকর্মী শাহ আলম

ঘূর্ণিঝড় আম্পান থেকে মানুষকে সতর্ক করতে গিয়ে প্রাণ হারিয়েছেন পটুয়াখালির কলাপাড়ার সিপিপির টিম লিডার মোঃ শাহ আলম। কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে প্রচারণা কাজ চালাতে গিয়ে নৌকা ডুবে মারা যান তিনি।

ঘূর্ণিঝড় আম্পানের কারণে সাইক্লোন সেল্টারে লোকজনকে নিরাপদে আশ্রয়ে নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে । এছাড়া পটুয়াখালীর গলাচিপার পানপট্টি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খরিদা গ্রামে ঘূর্ণিঝড় আম্পানে মো রাশেদ (৫) নামের এক শিশু সন্ধ্যার আগে আশ্রয় কেন্দ্রে যাবার সময় গাছের ডাল ভেঙ্গে পড়ে নিহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সমুদ্র সৈকত কুয়াকাটাসহ গোটা উপকুলীয় এলাকায় প্রচণ্ড বেগে ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি বইছে। সন্ধ্যার পর থেকে সমুদ্রে বড় বড় ঢেউ আঁচড়ে পড়ছে। ঝড়ে গলাচিপার পানপট্টি বাজারের ১০/১২টি দোকান উপড়ে পড়েছে।

পায়রা নদীর পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কলাপাড়ার ও রাঙ্গাবালীর উপজেলার ১৭টি চরের ২০টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। তবে আর কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন