শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৪২ লাখ টাকায় বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট 

৪২ লাখ টাকায় বিক্রি হয়েছে মাশরাফির মাশরাফি বিন মর্তুজার ব্রেসলেটের। বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) এই ব্রেসলেটেরটি  কিনে নেন। তাদের  পক্ষে নিলামে অংশ নেন সংস্থাটির  চেয়ারম্যান  ও আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর মোমিনুল ইসলাম।

রবিবার (১৭ মে) রাত সাড়ে ৯টায় শুরু হয় ব্রেসলেটের নিলাম।

মাশরাফির তার হাতের ব্রেসলেটের ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা। গ্রামীণ ফোন এবং দুটি বেসরকারি ব্যাংক কিনতে চেয়েছিল তার ব্যবহৃত ব্রেসলেটটি। কিন্তু অকশন ফর অ্যাকশনের মাধ্যমে নিলামে তোলা হয় এই ব্রেসলেটটি ।

বিএলএফসিএ’র চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন,  বাংলাদেশের ক্যাপ্টেনকে যদি একটা সম্মান দেখানো যায়, আর্থিক খাতে এর থেকে আর বালো কিছু হয় না। এই ব্রেসলেটটা হলো একটি স্যুভেনির। এটার দাম কোনোভাবেই হয় না। এটা অমূল্য। আমরা খুব খুশি যে, ৪০ লাখ টাকায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অ্যাসোসিয়েশন থেকে বিড করেছি। এছাড়া আইপিডিসির সঙ্গে অকশন ফর অ্যাকশনের একটা সমঝোতা থাকায় ১০টা আইটেম পর্যন্ত আমরা ৫ পারসেন্ট করে এডিশনাল দেবো। সুতরাং, ৪০ লাখের সঙ্গে আরও ৫ পার্সেন্ট ২ লাখ। মোট ৪২ লাখ টাকায় এই ব্রেসলেটটা কিনতে চাচ্ছি।

পরবর্তীতে সাথে সাথে মাশরাফি তার হাতের ব্রেসলেট খুলে দিয়ে বলেন, এটা আপনার জন্য এই মুহূর্তে খুলে রেখে দিলাম।

জানা যায়,  বিএলএফসিএ সোমবার ১২টার মধ্যেই ৪২ লাখ টাকার পুরো ফান্ড ট্রান্সফার করে দেবে। এরই মধ্যে তারা অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  অক্সফোর্ডের ভ্যাকসিন দ্বিগুণ কার্যকারিতা দেবে 

সংবাদটি শেয়ার করুন