করোনায় সরকারের বিশেষ ওএমএস নিয়ে চলছে একের পর এক অনিয়ম। সম্প্রতি জানা গেছে, দশ টাকা কেজি মূল্যের চাল বিক্রিতে ওজনে কম দেওয়ায় এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই ডিলাররে নাম করিম বেপারি। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলায়।
করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষকে সহযোগিতা করতে ওএমএস’ (খোলাবাজার) এ কার্যক্রম চালু করেছে সরকার। আজ রবিবার (১৭ই মে) আব্দুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার ওই ডিলারকে জরিমানা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার বলেন, ভোক্তাদের ৩০ কেজি চাল দেয়ার কথা। কিন্তু প্রত্যেককে ৪-৫ কেজি করে চাল কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। সাথে সাথে ঘটনাস্থলে এসে এর সত্যতা পাওয়া গেলে ওই ডিলারকে তিনি ৫০ হাজার টাকা জরিমানা করেন।
আনন্দবাজার/এইচ এস কে