ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাতিল করা হয়েছে ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের প্রণোদনা ভাতা

সম্প্রতি জানা গেছে করোনাভাইরাসের এমন অস্থির পরিস্থিতির মধ্যে যে ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা ১০ দিন অফিসে করলেই বিশেষ ভাতা হিসাবে যে বাড়তি টাকা বেতন পেতেন তা আগামী ২৮ মে’র পর থেকে আর দেয়া হবে না।  কিন্তু ২৯ মে থেকে তাদের যাতায়াত ভাতা দেওয়া হবে।

আজ রবিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি এবং নীতি বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয়।

ওই প্রজ্ঞাপনে জানানো হয়, অর্থনীতি উন্নয়নের লক্ষ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের মতো ব্যংকিং কার্যক্রমও গতিশীল করার প্রয়োজনীয়তা অনুভব করা যাচ্ছে। তাই সীমিত ব্যাংকিং কর্মকাণ্ড প্রত্যাহার করে স্বাভাবিক ব্যাংকিং কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

এই ধারাবাহিকতায় ব্যাংকগুলােকে কার্যক্রম স্বাভাবিকতায় ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন হয়ে পড়েছে। তাই ২৮ মে এর পর থেকে কর্মচারীদের উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ ভাতা আর অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নেই।

 

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন