ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুরায় আটকে রাখা ৫ কলেজ ছাত্রী উদ্ধার

সম্প্রতি দুই মাসের অগ্রীম মেস ভাড়া না দেয়ায় আটকে রাখা হয়েছিল পাঁচ কলেজ ছাত্রীকে। পরে পুলিশের সহায়তায় তারা বাড়ি ফিরে। ঘটনাটি ঘটেছে বগুরায়। আজ রবিবার (১৭ ই মে ) পড়ুয়া ঐ পাঁচ ছাত্রী প্রয়োজনীয় বইপত্র এবং জামাকাপড় নিতে কামারগাড়ি এলাকায় তাদের মেসে এলে এ ঘটনা ঘটে ।

জানা গেছে, তারা সরকারি আজিজুল হক কলেজর ছাত্রী। ওই এলাকায় পাঁচশতাধিক মেসে প্রায়১০ হাজার ছাত্রী ভাড়া থাকেন। এমন বেশ কয়েকজন ছাত্রী বলেন, করোনার এমন পরিস্থিতিতে তারা চলতি মাসের ভাড়া পরিশোধ করার পরে অনেকদিন পর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে চাইলে আগামী দুই মাসের মেসভাড়া অগ্রীম দিতে বলেন বেশিরভাগ মেস মালিকই।কিন্তু  বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাস শুরু করায় তাদের বইপত্র নিতে আসতেও হচ্ছে। কিন্তু সেই দাবি না মানাতে তাদেরকে আটকে রাখা হয়।

পরে ঘটনা স্থলে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে এবং বাড়ি পাঠায়। এই ব্যাপারে বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বলেন, ঐ মেসের মালিক ঢাকায় থাকেন। কেয়ারটেকার রেণু বেগম ছাত্রীদের কাছে আগামী দুইমাসের অগ্রিম ভাড়া দাবি করলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়। আর তাতেই রেনু বেগম মেসটির দরজায় তালা ঝুলিয়ে দেন। এরপর ওই ছাত্রীরা তাদের বন্ধুদের সাথে যোগাযোগ করে এবং তাদের বন্ধুরা পুলিশে খবর দেয়।

আনন্দবাজার/এইচ এস কে

 

 

 

সংবাদটি শেয়ার করুন