সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)। রবিবার পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের ধুত্রাবন গ্রামে প্রকল্পের সুবিধা বঞ্চিত ৩০ জন শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করে সংস্থাটি। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই, চিনি ও মুড়ি।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, কোষাধ্যক্ষ শহিদুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এ্যাসিসট্যান্ট সুলতানা রিজিয়া উপস্থিত ছিলেন।
সংস্থার নির্বাহী পরিচালক উপকারভোগী সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের সহযোগিতায় সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি সকলকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান।
এছাড়া করোনা মোকাবেলায় সকলকে অধিকতর সচেতন থাকার পরামর্শ দেন শাহানাজ পারভীন। সকলকে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শও দেন তিনি।
আনন্দবাজার/ডব্লিউ এস/এস আই