ঝিনাইদহে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ চিকিৎসক ও নার্সসহ মোট ১৪জন করোনা রোগী। সুস্থ হয়ে ওঠা স্বাস্থ্যকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।
রবিবার (১৭ মে) বেলা ১১ টার দিকে শিশু হাসপাতাল ও জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে করোনার ছাড়পত্র এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর মধ্যে ঝিনাইদহ সদরের ছয়জন, কালীগঞ্জের ছয়জন, মহশপুরের একজন ও শৈলকুপার একজন রয়েছে।
করোনা থেকে সুস্থ হয়ে ফেরার পর সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. মার্ফিয়া খাতুন জানান, এখন ভালো লাগছে করোনা মুক্ত হয়ে। তবে করোনা সংক্রমণের পর ব্যাপক সামাজিক বঞ্চনা, হেয় প্রতিপন্নের স্বীকার হয়েছি। তবে এখন সুস্থ হয়েও কতটুকু স্বাভাবিক হতে পারবো জানি না।
এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা করোনা ইউনিটের প্রধান চিকিৎসক ডা. জাকির হাসান সহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, জেলায় করোনায় আক্রান্ত ৪৩ জনের মধ্যে ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হলো। এদের মধ্যে একজন শিশু হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন। আর বাকিরা সবাই নিজ নিজ বাড়িতে থেকেই সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের নমুনা পরীক্ষা নেগেটিভ আসায় ছাড়পত্র দেয়া হয়। তবে বাড়ি ফিরে গেলেও সুস্থ্য হওয়া ব্যক্তিরা স্বাস্থ্য বিভাগের নজরে থাকবেন।
আনন্দবাজার/ডব্লিউ এস/বি ইউ