রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ৬৫ দিনের জন্য মাছ ধরা নিষেধ

৬৫ দিনের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ও চিংড়ি আহরণ নিষিদ্ধ করা হয়েছে। আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সামুদ্রিক মাছের প্রজনন এবং সংরক্ষণে এই সিন্ধান্ত বহাল থাকবে।

নিয়ম ভাঙলে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ, ১৯৮৩ এবং সংশ্লিষ্ট বিধিমালানুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

এই ৬৫ দিন সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যকরভাবে বাস্তবায়নের জন্য আগামীকাল রোববার একটি অনলাইন বৈঠক জুম প্লাটফর্মে আয়োজন হবে। মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এতে সভাপতিত্ব করবেন।

নোটিশে বলা হয়েছে, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরের মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সকল প্রকার মৎস্য নৌযানের মাছ ধরা বন্ধ নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হবে। তাছাড়া বাংলাদেশের জলসীমায় বিদেশি ট্রলারের অবৈধ মৎস্য আহরণ রোধে গৃহীত কার্যক্রম জোরদারেও সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  লোকসানের শঙ্কায় ঈশ্বরদীর পাট চাষিরা

সংবাদটি শেয়ার করুন