শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে আক্রান্ত ৯৩০ মৃত্যু আরও ১৬ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় ৯৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২০ হাজার ৯৯৫ জনের শরীরে শনাক্ত হলো ভাইরাসটি। এই সময়ে মারা গেছেন ১৬ জন । মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩১৪ জনে ।

শনিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করা হয়। মোট ৩৩ টি ল্যাবে এই পরীক্ষাগুলো করা হয়।

গত ২৮ ঘন্টায় সুস্থ্য হয়েছে ৩৩৫ জন। মোট সুস্থ ৪ হাজার ১১৭ জন

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট নমুনা পরীক্ষা: ১ লাখ ৬৭ হাজার ২৯৪ টি।
মোট আক্রান্ত: ২০ হাজার ৯৯৫ জন।
মোট মারা গেছেন : ৩১৪ জন।

মোট সুস্থ ৪ হাজার ১১৭ জন

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd) চালু করেছে।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:

যুক্তরাষ্ট্র: ৮৮ হাজার ৫০৭ জন।
যুক্তরাজ্য: ৩৩ হাজার ৯৯৬ জন।
ইতালি: ৩১ হাজার ৬১০ জন।
স্পেন: ২৭ হাজার ৪৫৯ জন।
ফ্রান্স: ২৭ হাজার ৫২৯ জন।
ব্রাজিল: ১৪ হাজার ৯৬২ জন।
বেলজিয়াম: ৮ হাজার ৯৫৯ জন।
জার্মানি: ৮ হাজার ০১ জন।
ইরান: ৬ হাজার ৯০২ জন।
নেদারল্যান্ডস: ৫ হাজার ৬৪৩ জন

আরও পড়ুনঃ  করোনায় দেশের ২৫ হাজার কোটি টাকা ক্ষতি হতে পারে

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী করোনার সার্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০ তম।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন