করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধ করতে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরাতে আরো তিনটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে যুক্তরাজ্য। গত শুক্রবার (১৫ মে) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
আগামী ২০, ২৬ ও ৩১ মে এসব ফ্লাইট ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে বিমান ছাড়বে। সিলেট থেকে ঢাকা হয়ে লন্ডন যাবে এ তিনটি ফ্লাইট। এ তিনটি ফ্লাইটে প্রায় ৯০০ ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যে যাবেন। এর আগেও, বাংলাদেশে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের জন্য প্রথম দফায় ৪টি ও দ্বিতীয় দফায় ৫টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
করোনাভাইরাসের মহামারীর কারণে ঢাকার সাথে চীন ছাড়া সব দেশের বিমান যোগাযোগ বন্ধ আছে। কিন্তু দেশে থাকা বিদেশি নাগরিকরা বাংলাদেশ ছাড়তে চাইলে তাদের চার্টার্ড ফ্লাইট ব্যবহার করার অনুমতি দেয়া হয়েছে। সে অনুসারে চাইলে বিদেশি নাগরিকরা ঢাকা ছাড়তে পারবেন।
আনন্দবাজার/এইচ এস কে