ঢাকা | শুক্রবার
৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

১৪ বছর পর পুরনো প্রেমিকের কাছাকাছি মিথিলা

সম্প্রতি করোনার লকডাউনের কারণে প্রায় ১৪ বছর পর কাছাকাছি আসার সুযোগ মিলল এক প্রেমিক যুগলের। একজন থাকেন ঢাকায় এবং অপরজন থাকেন সূদর কলকাতায়। নাম বন্যা এবং দীপ্ত। শান্তি নিকেতনের মাধ্যমে পরিচয় হয় দুজনের। তারপর বন্ধুত্ব এবং সেই বন্ধুত্ব থেকে এক্সময় প্রেম হলেও , হঠাৎ আবার দূরে চলে যাওয়া।

ঢাকা-কলকাতার যৌথ উদ্যোগে ঠিক এমনি এক গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌নির্মাণ করছেন শাহরিয়ার পলক। এতে নাম ভুমিকায় অভিনয় করেছেন রফিয়াৎ রশিদ মিথিলা ও বিক্রম চট্টোপাধ্যায়।

ঢাকা-কলকাতা মিলিয়ে মোট ৪ দিন শুটিং হয়েছে। তবে দুজনই নিজ নিজ বাসায় থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন। এবং নির্মাতাও ভিডিও কলিংয়ের মাধ্যমে তাদেরকে নির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, এই চলচ্চিত্র থেকে সংগৃহীত টাকা  দেওয়া হবে বাংলাদেশ এবং ভারতের দৈনিক পরিশ্রমের সাথে যুক্ত শ্রমিকদের কাছে। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে প্রেক্ষাগৃহ ভিজ্যুয়াল ফ্যাক্টরি প্রোডাকশন এবং টিভিওয়ালা মিডিয়া।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন