মহামারী করোনাভাইরাসের প্রভাবে অসহায় ও খেটে খাওয়া মানুষের জীবনের চাকা প্রায় থেমে গেছে। কিন্তু থেমে নেই ওই সব মানুষ, যাদের একটু সাহায্যের হাত বাড়ানোর কারণে দু মুঠো খেয়ে জীবন যাপন করছে ওইসব আসহায় মানুষ গুলো। এমনই অসহায় ১২৫ জেলে পরিবারকে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন যশোর সদরের দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আনিছুর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও যশোর সদরের দেয়াড়া ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে চেয়ারম্যান আনিছুর রহমান এই সহায়তা প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুনসুর আলী, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ আরও অনেকে।
চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ত্রাণ বিতরণ এখানেই শেষ নয়। করোনার প্রভাবে গৃহবন্দী অস্বচ্ছল মানুষ যতদিন থাকবে সার্বিক সহযোগিতা নিয়ে আমি চেয়ারম্যান আনিছুর রহমান তাদের পাশে ততদিন থাকবো। আমি আশা করি সমাজের বিত্তবানেরা এই দুর্যোগের সময় অসহায় হতদরিদ্র পরিবার গুলোর পাশে দাঁড়াবেন।
তিনি আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন অপ্রতিরোদ্ধ হয়ে উঠছে। বিশেষ করে এই রোগে বয়স্কদের ঝুঁকি বেশি তাই প্রত্যেক পরিবারকে সতর্ক থাকা সহ বিশেষ করে বয়স্কদের ও শিশুদের আগলে রাখার পরামর্শ দেন তিনি।
আনন্দবাজার/ডব্লিউ এস/এম এইচ