প্রকাশিত হলো নাট্যনির্মাতা অঞ্জন আইচের চলচ্চিত্র ‘আগামীকাল’ এর ফার্স্টলুক। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে শরতে ছবিটি বড়পর্দায় মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা।
মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের প্রযোজনায় নির্মিত ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অঞ্জন আইচ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইমন, সূচনা আজাদ, টুটুল চৌধুরীসহ প্রমুখ।
ধারাবাহিকভাবে ছবির আরো কয়েকটি লুক প্রকাশ করা হবে জানিয়েছেন পরিচালক অঞ্জন আইচ। অভিনেতা টুটুল বলেন, ভারত থেকে পোস্ট প্রোডাকশনের কাজ শেষে করে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ১৫ জুনের দিকে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। শরতেই মুক্তির পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে প্রচারণা শুরু করা হয়েছে।
চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তাকে ঘিরেই এগিয়েছে ছবিটির গল্প। তার প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। এতে খলচরিত্রে দেখা যাবে অভিনেতা টুটুলকে।
এর আগে ছবির চারটি গান প্রকাশ করা হয়েছে। একটি রবীন্দ্রসংগীত ছাড়া বাকি গানের কথা লিখেছেন পরিচালক অঞ্জন আইচ। প্রয়াত পৃথ্বীরাজ ও সুজন আরিফের সংগীতায়োজনে গানে কণ্ঠ দিয়েছেন কোনাল এবং সুজন আরিফ।
আনন্দবাজার/ডব্লিউ এস