ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে ‘ডাক দিয়ে যাই’ এর নগদ অর্থ বিতরণ

পিরোজপুরে বেসরকারি সংস্থা ‘ডাক দিয়ে যাই’ এর পক্ষ থেকে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ ৩ হাজার পরিবারের মাঝে নগদ ৩০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এসব পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

ডাক দিয়ে যাই সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ শাহ্জাহান গাজী, উপ-নির্বাহী পরিচালক জনাব শাহানাজ পারভীনের উদ্যোগ ও নিজস্ব তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়।

ডাক দিয়ে যাই সংস্থার পিরোজপুরস্থ প্রধান কার্যালয়ে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই পরিবার গুলোর মাঝে আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন। জেলা সমাজ সেবা উপ পরিচালক মো. আক্তারুজ্জামান, পিরোজপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান নাছিম আলী সহ ডাক দিয়ে যাই সংস্থার কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বিতরণকালে করোনা ভাইরাসের প্রার্দূভাবে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারে নগদ ৯ শত টাকা ও দুটি সাবান ও দুটি করে মাস্ক প্রদান করা হয়।

আনন্দবাজার/ডব্লিউ এস/এম আর

সংবাদটি শেয়ার করুন