ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দলিল লেখকদের কর্মহীন জীবন যাপন, দেখার কেউ নেই

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকদের গত দুই মাসেরও বেশি সময় ধরে কর্মহীন ভাবে মানববেতর জীবন যাপন করছে, দেখার কেউ নেই!

জানা যায়, গত ২৬ শে মার্চ ২০২০ইং এর বন্ধের পর থেকেই, নভেল করনার কারণে সারাদেশে লকডাউন সহ সবরকম সরকারি-বেসরকারি অফিস আদালত বন্ধ হয়ে যায়, যা এখন পর্যন্ত বিদ্যমান। সেকারণেই বেশিরভাগ মানুষ কর্মহীন হয়ে পরেছে বিশেষ করে দলিল লেখকরা দীর্ঘদিন কর্মহীন থাকার কারণে মানববেতর জীবন যাপন করছে দেখার কেউ নেই এবং কেউ খোঁজ খবরও রাখেনি।

দলিল লেখক, মোঃ রতন, এসএম আরিফুল ইসলাম, মোঃ মিলন মিয়া সহো একাধিক দলিল লেখক সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, আমরা যেহেতু দলিল লেখক তাই আমাদের রোজগারের প্রধান উপায় হলো দলিল লেখা। শুধু আমি বা আমরা নই, সারা জেলা তথা সারা দেশে দলিল লেখক সহ প্রত্যেকেরই একজন সহকারী আছে। আমাদের ঘোড়াঘাট উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে ৬৬/৭০ জন এবং প্রত্যেকের ১ জন করে সহকারী সহ ১৩২/১৪০ জন। দীর্ঘ দিন আয় রোজগার নাই! কিভাবে সংসার চালাবো? কি ভাবে বাবা-মা, স্ত্রি-ছেলে-মেয়েদের ভরন পোষন করবো? কোথায় যাবো? কি খাবো?

ঘোড়াঘাট উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি/সাধারন সম্পাদক বলেন, আসলে আমরা দলিল লিখার কাজ ছাড়া অন্য কোন কাজ করতে পারিনা। কারো কাছে হাত পাততেও পারিছি না। সরকার যাতে বর্তমানে এই অসহায় দলিল লেখকদের দিকে সু-দৃষ্টি দেয় সে বিষয়টারই জোর দাবী জানান দলিল লেখকদের এই নেতারা।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন