শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে করোনায় আক্রান্ত ৭০৯ জন মৃত ৭

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৭০৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জনে। এই সময়ে মারা গেছেন ৭ জন। এতে মোট মৃত্যুর সংখা হলো ২০৬ জন।

আজ শুক্রবার (৮ মে ) স্বাস্থ্য অধিপ্তর-এর নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

একদিনে সুস্থ্য হয়েছে ১৯১ জন। এতে মোট সুস্থ্য হয়েছে ২ হাজার ১০১ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯৪১ জনের।

এর আগে গতকাল বৃহস্পতিবার দেশে ৭০৬ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত হয়ে মারা যায় ১৩ জন। পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা শহরে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে আছে ভাইরাসটির সংক্রমণ।

আনন্দবাজার/রনি

আরও পড়ুনঃ  ফজলুল হালিম রানা জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন চেয়ারম্যান

সংবাদটি শেয়ার করুন