করোনাভাইরাসের কারণে লকডাউন চলায় বিশ্বব্যাপী যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ভিডি কনফারেন্সিং অ্যাপগুলো। আর এসব অ্যাপের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষ অংশগ্রহণের ফিচার দিয়ে সবাইকে পেছনে ফেলেছে মাইক্রোসফট। মাইক্রোসফট এর ভিডিও কনফারেন্সিং অ্যাপ মাইক্রোসফট টিমে একসাথে অংশগ্রহণ করতে পারবেন ২৫০ জন।
বুধবার (৬ মে) নতুন এই ফিচারের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি আশা করছে, এটি গুগল মিট এবং জুম অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে। লকডাউনের কারণে বাড়ি থেকে কর্মরত বিপুলসংখ্যক ব্যবহারকারী ভিডিও কনফারেন্সিং অ্যাপ ব্যবহার করছেন।
বর্তমানে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই চলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়াশুনাও। বর্তমানে এমএস টিমে ৭৫ কোটি ব্যবহারকারী রয়েছে। তবে ২০ জন অংশগ্রহণকারী বিনামূল্যে এই ভিডিও কনফারেন্সিং-এর সুবিধা ব্যবহার করতে পারবেন। চলতি মাসের মাঝামাঝি সময়ে নতুন ফিচারটি চলে আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আনন্দবাজার/ডব্লিউ এস